মেহেরপুর প্রতিনিধি
মহেরপুরে ইউনিয়ন পর্যায়ে মুক্তিযোদ্ধা সমন্বয়ক গঠন
মেহেরপুর সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা ও ইউনিয়ন সমন্বয়ক গঠন করা হয়েছে। জেলা সমন্বয়ক ক্যাপ্টেন (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেকের আহবানে রবিবার (২০ অক্টোবর) জেলা শহরে সাধু বার্ণবার গির্জা অডিটরিয়ামে সভা শেষে ইউনিয়ন সমন্বয়ক গঠন করা হয়।
জেলা সমন্বয়ক ক্যাপ্টেন (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেকের সভাপতিত্বে সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সমন্বয়ক নির্বাচিত হয়েছেন সর্ববীর মুক্তিযোদ্ধা মেহেরপুর পৌরসভায় মো. আব্দুল মজিদ পাতান, কুতুবপুর ইউনিয়নে মোহন আলী, বুড়িপোতা ইউনিয়নে বজলুর রহমান, আমদহ ইউনিয়নে তৌফিক আলী, পিরোজপুর ইউনিয়নে কদম আলী, বারাদী ইউনিয়নে আহাদ আলী, আমঝুপি ইউনিয়নে কাওছার আলী, শ্যামপুর ইউনিয়নে মো. আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় বক্তব্য দেন রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার জিল্লুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, বজলুর রহমান, প্রমুখ।